শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//বরিশালের বাকেরগঞ্জ পুরাতন লন্স ঘাট রোডে ভয়বহ অগ্নিকান্ডে বাকেরগঞ্জ বন্দরে চৌমাথা থেকে পুরাতন লঞ্চঘাট এলাকায় আগুন লেগে ২৫টির অধিক দোকানপুড়ে গেছে। দুই ঘন্টার অধিক সময় চেস্টার পর আগুন নিয়ন্তনে আসে।
শনিবার ২০ অক্টোবর সকালে পুরাতন লন্স ঘাট রোডে এ ঘটনা ঘটে।
স্হানীয়দের প্রচেষ্টার পাশাপাশি অংশগ্রহণ করেন বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের দল।তাদের আপ্রান প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু রক্ষা করতে পারেনি রাস্তার পাশের মুদি মনহারির দোকান, হোটেল, চা দোকান, ইলেকট্রিকের দোকান, ডেকোরেশন, টি ভি ফ্রিজের দোকান, ঘর,বাড়ি, চালের আড়ৎ সহ প্রায় ২৫ টির ও অধিক দোকান।
ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান নির্ধারন করা যায় নি।তবে ধারনা করা হচ্ছে ক্ষতির পরিমান প্রায় কোটি টাকার উপরে। আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি।তবে ধারনা করা হচ্ছে পার্শ্ববর্তী হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।
স্থানীয়রা জানান,ফায়ার সার্ভিসের লোকজন আরও কিছুক্ষণ আগে আসলে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যেতো। এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম জানান, তারা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থালে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন।
Leave a Reply