শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি॥ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হলেও তার ব্যতিক্রম ছিলনা মেহেন্দিগঞ্জ উপজেলায়। তবে সরকারি দপ্তর গুলোতে জাতীয় পতাকা উত্তোলনের কথা থাকলেও উপজেলা সমাজসেবা অধিদপ্তরে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। সরজমিনে দেখা যায়, ১৬ ডিসেম্বর সকাল ১০ ঘটিকা হওয়ার পরেও উপজেলা সমাজসেবা অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি।
বিষয়টি স্থানীয় গণমাধ্যম এবং উপজেলা আ’লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর নজরে আসলে তাকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধারাও ক্ষোভ প্রকাশ করে বলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পতাকা উত্তোলনন কমিটির আহবায়ক থাকার পরে ও ‘বিজয়ের দিনে তার নিজ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করা অত্যান্ত দূঃখজনক বিষয়। আমরা মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা জানাই। উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের অফিসে জাতীয় পতাকা টাঙানোর প্রয়োজন নেই। ইউএনও স্যারের অফিসে টাঙালেই চলে।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, ‘বিজয় দিবসের প্রস্তুতি সভায় সকল সরকারী দপ্তরকে জাতীয় পতাকা উত্তোলন ও মহান বিজয় দিবস সম্পর্কে অবহিত করা হয়েছে। তার পরও কেনো সরকারী দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা খতিয়ে দেখা হবে।
Leave a Reply