শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ।
এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর মহানগর এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নগরীতে বিজয় র্যালি বের করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা এখনও সক্রিয়। এখনও তারা স্বাধীন দেশের স্থপতির ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখায়। তাদের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ লড়াই চালিয়ে যাবে।
বিজয় দিবসে বিএনপির র্যালি
বেলা সাড়ে ১১টায় নগরীতে বিশাল বিজয় র্যালির নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এরপর মহানগর এবং জেলা বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বিএনপি নেতারা বলেন, যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করা হয়, সেই গণতন্ত্র এখনো সুদূর পরাহত। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।
এদিকে সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করে বিশ্ববিদ্যালয় পরিবার।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের কার্যক্রমের সূচনা করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। সকাল ১১টায় জেলা পুলিশ লাইনসে পুলিশের মুক্তিযোদ্ধা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
Leave a Reply