শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বরিশালের মুলাদীতে যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাজিরহাট বাজারে মুলাদী সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জুলহাস সরদারের নেতৃত্বে যুবলীগ কর্মীরা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদারের পা ভেঙে দেয়।
এসময় ছাত্রলীগ কর্মী মহিউদ্দীন মোল্লা গুরুত্বর আহত হয়। তাদের মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোকন হাওলাদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাজিরহাট বাজারে গেলে পূর্ব শত্রæতার জের ধরে যুবলীগ নেতা জুলহাস সরদারের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবলীগ কর্মী লাঠিসোঠা নিয়ে অতর্কিত এ হামলা চালিয়েছেন।।
Leave a Reply