বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ জেলার আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের করিম বাজার থেকে দপাইরপাড়ের তিন কিলোমিটারের বেহাল কাঁচা রাস্তাটি আজ শুক্রবার সকাল থেকে দিনভর এলাকার যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করা হয়েছে।দপাইরপাড় গ্রামের শঙ্কর বিশ্বাস, স্বপন বিশ্বাস, মিথুন বিশ্বাসসহ একাধিক বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন, রতœপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বারপাইকা গ্রামের করিম বাজার থেকে দপাইরপাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং কয়েক হাজার বাসিন্দারা যাতায়াত করেন। তাদের কাঁদা দিয়ে পায়ে হেটে চলাচল করতে হচ্ছে।
এসব গ্রামের কেউ অসুস্থ্য হয়ে পরলে কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নিতে গেলে মহাদুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ ২৫ বছর ধরে এই রাস্তায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।তারা আরও জানান, চেয়ারম্যান ও মেম্বাররা ভোটের সময় আসলে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করনের জন্য নানাপ্রতিশ্রুতি দিয়ে গেলেও ভোটের পর আর তাদের দেখা মেলেনা। বর্তমানে হিন্দু ধর্মের সর্ববৃহত উৎসব দুর্গাপূজায় মানুষের চলাচল করতে না পরায় এলাকার যুবকরা নিজ উদ্যোগে বালুর বস্তা দিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন।
রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম বলেন, হিন্দু অধ্যুষিত এলাকার এ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইউনিয়ন পরিষদের সভায় রাস্তাটি পাকাকরনের জন্য একাধিকবার বলেছি।
এ ব্যাপারে রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ গোলাম মোস্তফা সরদারের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, রাস্তাটি পাকা করনের জন্য আমরা মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছি। তবে পাকা করনের পূর্বে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির মাটির কাজ করা দরকার।
Leave a Reply