সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
তরিকুল ইসলাম,ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের ছাত্রী জান্নাতুল নওরীন উর্মিকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক প্রভাষক ও ৫ শিক্ষার্থীর নাম উল্লেখ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতনের ৯দিন পর নির্যাতনের শিকার উর্মির বাবা অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা বাদী হয়ে সোমবার (৯ মার্চ) রাতে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ৫ ছাত্রের সকলেই বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আকরাম হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এজাহারে ত্রুটি আছে, সেগুলো সংশোধন করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, মামলা থেকে নারী নির্যাতনের ধারা এবং শিক্ষকের নাম বাদ দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন নির্যাতনের শিকার ওই ছাত্রীর অভিভাবকরা। এছাড়া মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (১০ মার্চ) ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, গত ১ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের একটি কক্ষে গণিত বিভাগের একটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই তার মেয়ে উর্মির উত্তরপত্র জোর করে টেনে নিয়ে তাকে হল থেকে বের করে দেন প্রভাষক সুজিত কুমার বালা। হল থেকে বেড়িয়ে সিঁড়ি ভেঙে নামার সময় শিক্ষক সুজিত কুমারের যোগসাজশে মাস্ক পরিহিত আলিম সালেহীন, আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফিরোজ, মো. হাফিজ এবং আসাদুজ্জামানসহ অন্যান্যরা উর্মির উপর অতর্কিতে হামলা চালায়। তারা তার মুখে কাপড় গুজে দিয়ে তার হাতে থাকা জ্যামিতি বক্সের সুচালো কাটা দিয়ে তার বুকে, পিঠে এবং নিতম্বে খুঁচিয়ে আহত করে। তারা তার শরীরের স্পর্শকাতর স্থানে হাতও দেয়। তার তলপেটে, কোমরে এবং উরুতে আঘাত করে। একজন তার ঘাড়ে কামড় দেয়।
গুরুতর জখম অবস্থায় বাসায় ফিরে যায় সে। নিরাপত্তাহীনতার কারণে ওইদিন হাসপাতালে ভর্তি করা হয়নি। এরপর তার অবস্থার অবনতি হলে ৪ মার্চ শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় তাকে। এ অবস্থার প্রতিকার ও বিচার চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই অভিযোগ দায়ের করেন তিনি। মেট্রোপলিটনের বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ৯ মার্চ রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উর্মির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
তবে উর্মীর ভাই মেহেদী হাসান সোহেল জানান, দুই দিন ধরে তার বাবা অভিযোগ নিয়ে বন্দর থানায় ঘুরছেন। পুলিশের পক্ষ থেকে লিখিত অভিযোগে উল্লেখ করা নারী নির্যাতনের ধারা বাদ দিতে বলা হয়েছিল। কিন্তু তার বাবা অটল থাকায় পুলিশ অভিযোগ গ্রহণ করলেও মামলা রুজু করতে টালবাহানা করছে।
উর্মির বড় বোন ফাতেমা তুজ-জোহরা মিতু বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার ৭দিন পর একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত তদন্ত কমিটির সদস্য মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন সাব্বির উর্মির বাবার কাছ প্রভাষক সুজিত কুমার বালাকে এ মামলায় আসামী না করার অনুরোধ করেন। তবে মহিউদ্দিন সাব্বির এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মির দায়ের করা অভিযোগকে মিথ্যা দাবি করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল করে একদল ছাত্রলীগ কর্মী। মঙ্গলবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখের মহাসড়কে এ মিছিল করে তারা। সমাবেশে শিক্ষার্থীরা বুধবার উর্মির বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের আলোচিত কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাত, সৈয়দ রুমান ইসলাম প্রমুখ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস বলেন, উর্মী তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার উপর হামলার অভিযোগ উঠলেও ঘটনার ৭দিন পর কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে। তারা সম্প্রতি এ বিষয়ে তদন্তের জন্য প্রক্টরের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, তিনি বিশ্বাস করেন প্রশাসন এ ঘটনায় সঠিক সিদ্ধান্ত নিবেন।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, গত ৭ মার্চ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক লোক প্রশাসন বিভাগের শিক্ষক তাসনুবা হাবিব জিসান। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply