রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ওয়েব সাইট হ্যাক করেছে Mr.SoUcrbID/ নামের একটি হ্যাকার গ্রুপ।শুক্রবার রাতে এই ওয়েবসাইট হ্যাক করা হলেও শনিবার দুপুর থেকে স্বাভাবিকভাবে বিএম কলেজের এই ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, bmcollege.gov.bd এই ঠিকানার ওয়েব সাইটেই বিএম কলেজের সকল তথ্য রয়েছে। তবে হঠাৎ করেই শুক্রবার রাতে Mr.SoUcrbID/ নামের একটি হ্যাকার গ্রুপ এই ওয়েব সাইট হ্যাক করে।
হ্যাক করার পর ওই গ্রুপটি সেখানে একটি মেসেজও দিয়ে রাখে। সেটা হলো- State ISRAEL AS A Hell DOG !! Our replies and threat will Always attack your server remember we will always attack the server and always jihad in the way of allah. JIHAD PALESTINA |
এছাড়াও সেখানে ১১ মিনিট ৭১ সেকেন্ডের একটি অডিও বার্তাও দেয়া হয়। জানা গেছে, পরবর্তীতে বরিশাল মহানগর পুলিশের আইটি বিভাগের প্রচেষ্টায় ওয়েবসাইটটি উদ্ধার করা সম্ভব হয়।
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর শুনেছি, বিষয়টি নিয়ে দায়িত্বে থাকা ব্যক্তির সাথে আলোচনা চলছে।
Leave a Reply