বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত স্বাধীনতা সংগ্রামের অন্যতম সহযোদ্ধা ছিলেন।
তার অবদান বাংলাদেশের অনন্য এক ইতিহাস হয়ে রয়েছে। বরিশালের বানারীপাড়ায় সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরার উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) বাদ আসর উপজেলার বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ানুষ্ঠানে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তার পরিবারের শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,ছাত্রলীগ নেতা রুহুল, শৌরভ, শাওন, সবুজ, সুমন, তরিক, সুজন, শফিক, রাজু, সজিব, আরিফ, আল-আমিন প্রমুখ।
এছাড়াও উপজেলার ৮ ইউনিয়ন এবং ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে এমপি মিরা বঙ্গমাতার স্বাধীনতা অর্জনের অবদান নিয়ে বিভিন্ন কথোপকথনে মুঠোফোনে মিলিত হন।
Leave a Reply