বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনীর সোনাগাজীতে প্রেমিক যুগলের কথা বলার জেরে হামলা সংঘর্ষের ঘটনায় সবুজ নামে এক চা দোকানী গরম তেল নিক্ষেপ করে তিন ছাত্রলীগ কর্মীকে ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, চরলক্ষ্মীগঞ্জ ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রকি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও ছাত্রলীগকর্মী মুন্না। আহতদেরকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের দশআনি গ্রামের ড্রাইভার দোকান নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ ৯ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, চা দোকানী মো. সবুজ, তার ভাই সুমন, মো.ফারুক, রাসেল, মো. সবুজ, শাকিল, মো. বাবু ও মোরশেদ আলম। আটকৃতরাও স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দশআনী গ্রামের সুলতান আহমেদের ছেলে ওমর ফারুকের সঙ্গে একই এলাকার বসুমাঝি বাড়ির এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার বিকেলে প্রেমিক যুগলকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখে একই গ্রামের ফকির আহমদের ছেলে স্থানীয় ছাত্রলীগকর্মী মো. সবুজ বাধা প্রদান করেন। বাধার কারণে ফারুকের সঙ্গে সবুজের হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেন্টু ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে বিষয়টি মীমাংসা করতে যান। দুই পক্ষ তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চা দোকানী সবুজের পিতা স্থানীয় আলীগকর্মী শহীদ উল্যাহকে ছাত্রলীগকর্মীরা মারধর শুরু করে। চা দোকানী সবুজ কড়াইয়ে থাকা গরম তেল নিক্ষেপ করলে তিন ছাত্রলীগ কর্মী ও তার দোকানের কর্মচারী ঝলসে যায়।
সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শহীদ উল্যাহ ও মো. ইলিয়াস আহত হন। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার শামসুল হক ও ইউপি সদস্য আবু ইউসুফ মেম্বারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রাতে অভিযান চালিয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ৯জনকে আটক করে। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা রকির ভাই মো. ওমর ফারুক বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে রাতেই সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা চা দোকানী সবুজ গরম তেল নিক্ষেপের কথা অস্বীকার করে বলেন, ছাত্রলীগ কর্মী ফারুক ও সবুজের সাথে হাতাহাতির ঘটনায় ছাত্রলীগ কর্মীরা তার দোকানে এসে হামলা ভাঙচুরের সময় তেলের কড়াইতে লাঠির বাড়ি পাড়লে গরম তেল ছিটকে পড়লে তার দোকানের কর্মচারীসহ আরও তিন ছাত্রলীগ কর্মী আহত হন।
Leave a Reply