মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার চিকিৎসার বিষয়ে শুক্রবার (১৯ এপ্রিল)সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম এবং ডা. সামন্ত লাল সেন। তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রী জানান, সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।
এর আগে, সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন এবং তাঁর স্ত্রী ও কন্যার সাথে সাক্ষাৎ করেন। সুবীর নন্দী বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন শিল্পীর মেডিকেলের সকল কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রধানমন্ত্রী তাদেরকে জানান, এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীকে চিকিৎসার জন্য দুইবার সব রকমের সহযোগিতা দেন তিনি।সুবীর নন্দীর ঘনিষ্ঠ আত্মীয় তৃপ্তি কর জানান, সুবীর নন্দীর অবস্থা আপাতত কিছুটা ভালো। সবকিছু ধীরে ধীরে অনুকূলে আসছে। তবে হার্টের অবস্থা একটু জটিল।
Leave a Reply