বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম অপু(৩৮) আজ শুক্রবার সকাল ৬ টায় লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ভারতের দিল্লী ম্যাকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালীন সময়ে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেশবপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু,কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লাভলু, কেশবপুর এফএইচ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ইউনুছ, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি নার্গিস আখতার জাহান, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ তোফাজ্জেল হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। অপুর মরদেহ ভারতের দিল্লী থেকে দেশে এনে নিজ গ্রাম বাউফল উপজেলার কেশবপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারিবারিক সূত্রে জানা গেছে।
Leave a Reply