রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার একটি পুকুর থেকে ভাসমান নবজাতক ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিড়া গ্রামের ইউনুস গাজী গংয়ের পুকুর থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ সাঈদ জমাদ্দার বাদী হয়ে গৌরনদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ারের ধারণা, ৬/৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর অবৈধ গর্ভপাত ঘটিয়ে কে বা কারা নবজাতকের লাশ ওই পুকুরে ফেলে গেছে।
গৌরনদী উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বিকাশ চন্দ্র দে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলচিড়া গ্রামের ইউনুস গাজী গংয়ের পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। এরপর গৌরনদী থানা থেকে খবর দেয়া হলে দুপুর সাড়ে ১২টার লাশ উদ্ধার করা হয়।
Leave a Reply