রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ সরকার ঘোষিত টানা ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে উপকূলীয় জেলা পটুয়াখালীর জেলেপাড়ায় ফিরেছে প্রাণচাঞ্চল্যতা।
সোমবার (২৫ অক্টোবর) রাত ১২টার পর থেকে মা ইলিশ রক্ষায় নদীতে মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা শেষ হতে চলেছে। এরই ধারাবাহিকয় ট্রলারে জাল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রহর গুনছেন জেলেরা। মধ্যরাতের পর থেকেই আবার নদীতে ফিরবেন মৎস্য শিকারিরা।
এর আগে মাছের প্রজনন মৌসুম ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা ২২ দিন নদীতে সকল প্রজাতির মাছ ধরায় সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়।
জেলেপাড়ার মহিপুর এলাকার মস্তফা বলেন, ‘জেলেদের কপালে দুর্দিন লেগেই আছে। নদীতে ইলিশ ধরায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এতে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি। আজ মাঝ রাতেই অবরোধ শেষ, তাই সাগরে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। রাত ১২টার পরই সাগরে মাছ শিকারে চলে যাব।’
এ দিকে, প্রশাসনের কড়া প্রহরায় নিষেধাজ্ঞা সফলভাবে পালিত হওয়ায় জালে প্রচুর মাছ ধরা পড়বে বল আশা করছেন মৎস্য শিকারিরা।
Leave a Reply