বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণ করায় তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের গাজিপুর বাজরে (বাঁধ ঘাট বাজার) ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।
এ ছাড়া আরো ২৮টি অবৈধ স্থাপনার মালিকদেরকে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
জানা গেছে, দীর্ঘদিন সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল গলাচিপার সীমান্তবর্তী গাজিপুর বাজারে (বাঁধ ঘাট বাজার) সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে। বিভিন্ন সময় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছে করে দেয়। একই সাথে বাকি ২৮টি স্থাপনার মালিককে নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, সরকারি খাস জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া।
আমরা আজ ১৬টি স্থাপনা উচ্ছেদ করে ২৫ শতাংশ জায়গা উদ্ধার করেছি। বাকি ২৮টি স্থাপনার মালিকদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সরিয়ে না নিয়ে তাদেরকেও উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হবে।
Leave a Reply