বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী সদর হাসপাতালে চিকৎসকের অবহেলায় মেধাবী শিক্ষার্থী মোঃ আরদিন খান (অভি)’র মৃত্যুর সাথে জড়িত চিকিৎসকের শাস্তির দাবিতে পটুয়াখালীতে কালো পতাকা মিছিল, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে সহপাঠীরা।
রবিবার বেলা ১১ টায় সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কালো পতাকা মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান ধর্মঘট করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সহপাঠীরা।
পরে সামনের সড়কে অবস্থান ধর্মঘট করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সহপাঠীরা। এসময় মৃত অভির সহপাঠী সহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘটে অংশ নেয়। এসময় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আনোয়ার উল্লাহ এর গ্রেফতার পূর্বক দ্রুত শাস্তির দাবি জানান বিক্ষুব্দ শিক্ষার্থীরা।
উল্লেখ্য গত ২৭ আগস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আরদিন খান (অভি)’র মৃত্যু হয়।
Leave a Reply