শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পটুয়াখালীর দশমিনায় এমপি এসএম শাহজাদা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন গ্রুপের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এক মতবিনিময় সভায় এ হাতাহাতি হয়।
জানা যায়, শুক্রবার সকালে দশমিনা উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু ডাকবাংলোতে মতবিনিময় সভার আয়োজন করেন। ওই সভায় এমপি গ্রুপের কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির (তথ্য ও গবেষণা) সাবেক সদস্য নাইম মো: বশিরের বসা, না বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সেক্রেটারি লিটন গ্রুপের পক্ষের উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আরিফের সাথে বাকবিতণ্ডা শুরু হয়।
পরে তিন দফায় এমপি, উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল আজিজ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. ইকবাল মাহমুদ লিটনের উপস্থিতিতে দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। তবে এ সময় কেউ আহত হয়েছে কি না তা জানা যায়নি।
পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে দশমিনা উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, সভা চলাকালীন কর্মীদের মধ্যে চেয়ারে বসা নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে নাঈম বসিরকে বাদ দিয়ে উভয়পক্ষকে নিয়ে সভা করেন। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে দলীয় গ্রুপিংকে কেন্দ্র করে দশমিনায় পৃথক দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী ও বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালিত হয়ে আসছে।
Leave a Reply