রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকি বন্দরে ঘরে ঢুকে মা ও ছয় মাসের শিশুর মুখ, হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে অগুন ধরিয়ে পালিয়ে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ মা ও শিশুকে উদ্ধার করা হয়েছে।
আগুনের ধোঁয়া দেখে প্রতিবেশীরা এসে আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ মা ও ছয় মাসের শিশুকে উদ্ধার করেন। পরে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। মা ও শিশুটির শরীরের অধিকাংশই আগুনে ঝলসে গেছে। বৃহস্পতিবার ৮ জুন এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ওই নারীর স্বামী জামাল হোসেন প্রিন্স বন্দরে একটি কম্পিউটার দোকানের কর্মচারী। জামাল হোসেন প্রিন্স তার স্ত্রী হালিমা আক্তার মীম (২০) ও ছয় মাস বয়সী পুত্র ওয়ালিদ ইসলাম জিসানকে নিয়ে বন্দরের একটি বাসায় ভাড়া থাকেন। জামাল হোসেন দুপুরের খাবার খেয়ে ঘর থেকে দোকানের উদ্দেশে বের হওয়ার ২০ মিনিটের মাথায় এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply