সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সদরে পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে ও ডিবি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান জানান, গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই মো. দেলোয়ার হোসেন গোপন সূত্র ধরে এ অভিযান চালান। এ সময় মাংস ব্যবসায়ী মাসুদ শেখের দোকানে ১০-১২ কেজি গরুর পচা মাংস পাওয়া যায়। পচা মাংস বিক্রির দায়ে মাসুদ শেখকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সারা দেশের মতো এ ধরনের অভিযান পিরোজপুরে সব সময় অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে প্রশাসনের এমন অভিযানকে স্বাগতম জানায় বাজারে আসা সাধারণ জনগণ।
Leave a Reply