রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর কোভিড-১৯ থেকে আশু রোগমুক্তি কামনায় মেহেন্দিগঞ্জ সিনিয়র সিটিজেন্স ক্লাব, পাতারহাট পাবলিক হল ও ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন এলাকায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় পাতারহাট পাবলিক হল ও ক্লাব’র সাধারন সম্পাদক মাষ্টার বসির উদ্দিন এর সভাপতিত্বে ক্রীড়া সংস্থার কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সিনিয়র সিটিজেন্স ক্লাবের সাধারন সম্পাদক আবুয়াল তসলিম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহাবুদ্দিন হিমু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে চরহোগলা ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উত্তর বাজার বড় জামে মসজিদে বাদ আছর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন পৌরসভার ৫নং ওয়ার্ড কালিকাপুর খেজুরতলি জামে মসজিদে বাদ আছর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান ভুট্টুর উদ্যোগে এমপি পংকজ নাথ’র রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply