শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বরিশালের উজিরপুর উপজেলার হারতায় সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ১’শ ৫৯ বছরের ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও লক্ষী পূজার দিন স্থানীয় হারতা ইউনিয়ন পরিষদ এবং হারতা বাজার কমিটি যৌথভাবে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে সন্ধ্যার নদীর দুই তীরে মানুষের ঢল নেমেছিল। প্রায় লাখো মানুষের ভিড়ে এক আনন্দ নগরীতে পরিনত হয় হারতা বাজার। এদিকে নৌকা বাইচে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা। থানা পুলিশের পাশাপাশি প্রায় শতাধিক পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের একটি দল নিরাপত্তা দিয়েছেন।
এবার নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর, মাদারীপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়িসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ১৮টি দল অংশ নেয়। তবে ব্যতিক্রমী বিষয় হচ্ছে এবারেই প্রথম একমাত্র নারী দল হিসেবে কিরন মিতার দল অংশ নেন। নদের প্রশস্ততা এবং জনসমাগম বিবেচনায় বুধবার বিকেল সাড়ে ৪টায় তিন ভাগে শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের রাজৈর উপজেলার সুকুমার গাইনের দল, দ্বিতীয় স্থান গোপালগঞ্জের কোটালীপাড়ার হরি দাসের দল, ৩য় স্থান কোটালীপাড়ার লক্ষনডার লজারেস গাইনের দল। যুগ্মভাবে ৪র্থ হন রাজৈরের মিহির মজুমদার ও লক্ষণডার দিনেশ তালুকদারের দল।
প্রতিযোগিতা শেষে নৌকা বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য আইনজীবী তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সাংসদ সৈয়দ মনিরুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, উজিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরামুল হাসান, উজিরপুর পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা আ’লীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বানরীপাড়া পৌর মেয়র সুভাষ শীল এবং বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।”
Leave a Reply