সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:বরিশালে নির্যাতিত গৃহকর্মী শিশু লামিয়া আক্তার মারিয়া (১২) কে দেখতে সেফ হোমে গিয়েছেন বিএমপি কমিশনার মোঃ মোশারফ হোসেন। আজ মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফ হোম) যান তিনি। এ সময় বিএমপি কমিশনার শিশু লামিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং লামিয়ার সাথে কথা বলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশ- বিএমপি’তে জনৈক ব্যক্তি শিশু লামিয়াকে নির্যাতনের অভিযোগ আকারে তুলে ধরেন। এরই প্রেক্ষিতে বিএমপি কমিশনার মোঃ মোশারফ হোসেন গোয়েন্দা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে ১৬ অক্টোবর সোমবার রাতে নগরীর ২৯নং ওয়ার্ডের মদিনা সড়কের একটি বাসা থেকে শিশু লামিয়াকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এরপর শিশু লামিয়াকে শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে সেফহোমে রাখা হয়।উল্লেখ্য ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার লামিয়ার দু’ হাতেই ক্ষত তৈরি হয় এবং চিকিৎসা না করানোর ফলে তাতে পচন ধরেছিল।
Leave a Reply