মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনসহ ১২টির বেশি আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত একটি লিখিত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগকে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ইসি সচিব।
সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে কিছু সংস্কার প্রস্তাব বিবেচনায় রেখেছে। এরই অংশ হিসেবে, এখন এমন কিছু সুপারিশ প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, যেগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য এবং রাজনৈতিকভাবে বিতর্কিত নয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, “আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছি। যেগুলো রাজনৈতিকভাবে নিরপেক্ষ ও বিতর্কমুক্ত, সেগুলোই মন্ত্রিপরিষদ বিভাগকে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, সংস্কার প্রস্তাবগুলো তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—যেসব প্রস্তাব বাস্তবায়নযোগ্য ও রাজনৈতিকভাবে বিতর্কিত নয়, সেগুলোই প্রাধান্য পেয়েছে। আর যেগুলো রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়, সেগুলো আপাতত উপেক্ষা করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কিছু প্রস্তাব রয়েছে যেগুলো বিধি সংশোধনের মাধ্যমে কমিশন নিজেই বাস্তবায়ন করতে পারবে। আবার কিছু বিষয় রাজনৈতিক দলের সম্মতিতে বাস্তবায়নযোগ্য।
প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে: নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন, নির্বাচন পরিচালনার জন্য নির্ধারিত সময়সীমা আরও কার্যকর করা, আচরণবিধি প্রয়োগে জরিমানার পরিমাণ বৃদ্ধি এবং মনোনয়ন যাচাই-বাছাইয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করা।
এখন মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রস্তাবগুলো পর্যালোচনা করে বাস্তবায়নের দিকনির্দেশনা দেবে বলে আশা প্রকাশ করেছে ইসি।
Leave a Reply