রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেমেন্ত চন্দ্র মন্ডল (৫২) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।বুধবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার ধামশুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক হেমেন্ত চন্দ্র মন্ডল উপজেলার ধামশুর গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে।
গত বুধবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলা ধামশুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই জেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকালে উপজেলার ধামশুর গ্রামের একটি স্কুলের ওই ছাত্রীকে প্রতিবেশী জেলে হেমেন্ত ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হেমেন্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, হেমেন্ত চন্দ্র মন্ডলকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হবে।
Leave a Reply