সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম:বরিশাল নগরীর কাশিপুরে হাওয়ার ট্যাংকি বিস্ফরন হয়েছে ।এতে দোকান কর্মচারী রামজান আহত হয়েছে বলে জানা যায়।অাজ সন্ধা সাড়ে ছয়টার দিকে নির্বাচন কমিশন অফিস সংল্গন এ বিস্ফারন ঘটে,বিকট শব্দ শুনে এলাকায় সাধানরন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরলে ঘটনা স্থানে এয়াপোর্ট থানা পুলিশ পরির্শন করেছেন।জানা যায়, প্রতিদিনের মত ভলকানাইজ দোকনে একটি মিনি পিকাপ গাড়ি চাকা (লিক)সাড়ানো জন্য আসেন।দোকান কর্মচারী রমজান চাকায় হাওয়া দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করেন।তার কিছুক্ষন পরই হাওয়ার ট্যাংকি বিস্ফরন হয়।এতে রমজানের ডান হাতে জখম হলে তাকে স্থানীয়ারা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।রমজান(২৫) ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের সোলনা গ্রামের লোকমানের পুত্র সে। সুত্র মতে জানা যায় ,বিস্ফরন হওয়া ট্যাংকির মটর ছিটকে প্রায় ২০০গজ দুরে সুরভি ফিলিং স্টেসনে ভিতরে পরে।নগরীর নির্বাচন কমিশন অফিস ঘেসে অবৈধ ভাবে ৪টি দোকান উত্তলন করেন বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির।দোকান প্রতি ৩৫হাজার টাকা অগ্রিম বাবদ নেন,মাসে ভাড়া ৮ হাজার টাকা নেন বলে অভিযোগ পাওয়া গেছে ।সুত্র বলছে, নির্বাচন কমিশন অফিস ঘেসে অবৈধ দোকন না থাকলে এ দূর্ঘটনা হত না ।এই বিস্ফরনে বড় ধরনের দূর্ঘটনা হয় বলে জানান একাধিক মটর মালিক।এ বিষয় বাজার কমিটির সভাপতি কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, দাদা নিউজ করার দরকার কি ?আপনি আমার বাজারে এসে ফোন দিন কথা হবে । আপনার বিষয়টি অামি দেখবো ।
Leave a Reply