শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউপির চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে।
শুক্রবার লালমনিহাট সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে লালমনিরহাট থেকে গ্রেফতার করে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পর শনিবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চিলমারী মডেল থানা পুলিশ।
জানা যায়, গত ২৫ জুলাই নৌকায় তুলে এক স্বামী পরিত্যক্ত নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বাদী মামলা রুজু করলে দীর্ঘদিন এজাহার ভুক্ত আসামী রিয়াজুল হক জোদ্দার পলাতক থাকার পর তাকে শুক্রবার গ্রেফতার করা হয়।
চিলমারী থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি রিয়াজুল হক জোদ্দারকে লালমিনরহাট থেকে আটক করে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply