রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি ॥
পটুয়াখালীর দশমিনা রনগোপালদী ইউনিয়ানের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন গংএর সাথে একই এলাকার আবদুল বারেক বাওয়ালী গংএর দীর্ঘদিন থেকে জমিজমা বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত শনিবার সকাল সাড়ে ৮ টায় মো. আনোয়ার হোসেন গংএর ওপর হামলা চালায় প্রতিপক্ষ।
হামলার ঘটনায় মো. আনোয়ার হোসেনসহ ৪জনকে কুপিয়ে আহত করলে গতকাল সোমবার বিকাল ৫টায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করে। বিরোধীয় সম্পত্তির পরিমান ৩০ শতাংশ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ান যুবণীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো.বাচ্চু মীর, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মো. রাসেল, রণগোপালদী ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল হোসেন মুন্সি, দশমিনা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন বেলাল, দশমিনা সদর ইউনিয়ানের যুবলীগের সাধারন সম্পাদক মো. বশির মোল্লা ও ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আঃ আজীজ, প্রমুখ। দশমিনা থানা পুলিশ এস আই সেরাজুল ইসলাম জানান, অভিযুক্ত আসামী ফোরকান মৃধাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।
Leave a Reply