দশমিনা প্রতিনিধি ॥ দেশের অন্যান্য এলাকার ন্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লাগলেও দশমিনা উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ানের গছানী বাজার হয়ে বাউফল উপজেলা সাথে সহজে যাতায়েতের একমাত্র রাস্তাটির বেহাল দশা। গছানীর দক্ষিন দাসপাড়া রোডের সংযোগ সড়ক আলী আহম্মেদ বেপারি বাড়ি থেকে গ্রামীণ প্রায় ২ কি.মি. রাস্তায় কোনো হেরিংবোন কিংবা পাকাকরণ না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে কোমলমতি ছাত্র-ছাত্রীসহ অবিভাবকের ভোগান্তি চরমে ওঠে।
এলাকাবাসী জানান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ.খ.ম জাহাঙ্গীর হোসেন এমপি তার নির্বাচনী এলাকায় গ্রামীণ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করলেও গ্রামীণ জনপদে ঐ রাস্তাটি রয়ে যায় অবহেলিত। প্রতিবারের ন্যায় এবারেও বর্ষা মৌসুমে স্কুল,কলেজ, মাদ্রাসায় পড়ুয়াসহ স্থানীয় জনসাধারন লোকজন খুব কস্ট করে আসা যাওয়া করতে হয়ছে বলে বলেন। রাস্তার অবস্থাতে চরম বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীর। আরও বলেন বহু কষ্টে তাদের ছেলে মেয়ে লেখা পড়া করতে বর্ষার মৌসুমে স্কুল, কলেজ, মাদ্রাসায় আসা যাওয়া করেন।
বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে এই পথে। বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাসপাড়া গ্রাম হতে জাতীয় গুরুত্ব¡পূর্ণ সড়কসহ বিভিন্ন সড়কে যোগাযোগের জন্য সকল রাস্তাগুলো ইতোমধ্যেই পাকাকরণ করা হয়েছে। অথচ গছানি থেকে কালাইয়ার বগিবাজারে যাওয়া আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাম হলেও গ্রামীণ জনপদের এই রাস্তাটির উন্নয়ন না হওয়ায় ঐসব এলাকার মানুষ বর্ণনাতীত কষ্ট করে ঐ পথে যাতায়াত করে থাকেন।
ত্বরিত গতিতে বাঁশবাড়িয় ইউনিয়নের ঐ রাস্তাটি পাকাকরণের মধ্য দিয়ে জনগণের কষ্ট দূর করার জন্য এলাকাবাসী জাতীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানান। ৬নং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ-আলতাব হোসেন আকন বলেন, ইতি মধ্যে আমি উর্ধতন কর্তৃপক্ষকে এই রাস্তার বিষটি জানিয়েছি। তবে আগামী বাজেটে এরাস্তাটি পাকাকরনের কাজ করতে পারবো ।
Leave a Reply