রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে যুবলীগ নেতা মামুন অর রশিদের ওপর হামলার ৭ দিন অতিবাহিত হলেও হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। তাই দ্রুত মামলা নেয়া এবং অভিযুক্ত মোল্লারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কবির হোসেনের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় নলছিটি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আহতের পরিবারসহ এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আহত যুবলীগ নেতার ভাই আমিন হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। পাওনা টাকা চাওয়ায় যুবলীগ নেতা মামুন অর রশিদকে কুপিয়ে জখম করেছে সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন। হামলার ঘটনায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি এবং এখন পর্যন্ত সে অবস্থায়ই রয়েছে। দ্রুত মামলা নেয়া ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, যুবলীগ নেতা মামুনকে কোপানের ঘটনায় আমি জড়িত নই। একটি চক্র আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করে যাচ্ছে।
মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এখনো এজাহারের কোনো কপি পাইনি। এজাহারের কপি পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত সোয়া ৮টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস সড়কে যুবলীগ নেতা মামুন অর রশিদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় আহত মামুনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলেও এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।
Leave a Reply