শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। তৃতীয় সমুদ্র বন্দর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ইন্দোনেশিয়ার বালিকপাবন বন্দর থেকে কয়লা নিয়ে এমভি সিসো ট্রিনিটি নামে একটি ২২ হাজার ২২০ মেট্রিকটন কয়লাবাহী জাহাজ সোমবার (৩০ মার্চ) সকালে জেটিতে ভিড়েছে।
কয়লা খালাশের জন্য জাহাজটি অপেক্ষা করছে। এ জাহাজে ক্রুসহ ২২জন কর্মচারী রয়েছেন। জাহাজটির শিপিং এজেন্ট বীকন সিট্রান্স লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদারের নির্দেশনায় ডাঃ সায়মা সুলতানা সোমবার জাহাজটিতে গিয়ে ক্রুসহ সকল বিদেশীর স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্পন্ন করেছেন। তবে বর্তমানে করোনার কারণে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা না থাকায় বিদেশীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে অনেকটা বিব্রতকর অবস্থায় রয়েছেন।
কলাপাড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জে এইচ খান লেলীন বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা কতটা যে দুরাবস্থার তা চোখে না দেখলে বিশ্বাস করানো যাবেনা। চিকিৎসক, সেবিকাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য কোনো কিছুই নেই। এমন অবস্থায় বিদেশীদের কাছে গিয়ে কীভাবে স্বাস্থ্য সেবা দেব? আমাদের সুরক্ষা নেয়ার মতো যেহেতু কিছু নেই।
Leave a Reply