মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
রাজাপুর ঝালকাঠি॥ ঝালকাঠি রাজাপুরে সচ্ছল হওয়া সত্ত্বেও কামাল কাজী (৪৫) নামে এক প্রবাসী ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ চান। এ জন্য তাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার এ অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে এ কাজের জন্য তিরস্কার ও মুচলেকা নেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আশ্রাফ আলী কাজীর ছেলে কামাল কাজী গত সোমবার জাতীয় জরুরি সেবার ৩৩৩ নম্বরে ফোন করে জানায় করোনা পরিস্থিতিতে সে অসহায় অবস্থায় আছে। তাই তার জরুরি খাদ্য সহায়তা দরকার।
কিন্তু কামাল কাজী দীর্ঘদিন বিদেশ থেকে দেশে ফেরা অর্থিকভাবে সচ্ছল ব্যক্তি। জরুরি সেবার নম্বর থেকে তথ্য পেয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার সরেজমিন তার বাড়িতে ত্রাণ পৌঁছে দিতে যান। সেখানে গিয়ে দেখেন সে আর্থিকভাবে সচ্ছল। তাই তাকে দুর্যোগ আইনের ৩৮ ধারায় মিথ্যা তথ্য দিয়ে সরকারি সহায়তা নেয়ার অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, করোনা পরিস্থিতিতে সচ্ছল ব্যক্তি হয়েও এ ধরনের মজা করার অপরাধে এ অর্থদণ্ড দেয়া হয়েছে।
Leave a Reply