সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলায় গোপন বৈঠককালে জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের বাহের রোড এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি মো. ফরিদুল হক, জামায়াত নেতা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, ঝালকাঠি সদর ভূমি অফিসের সার্ভেয়ার মো. শাহাবুদ্দিন, মো. আব্দুল হাই সিকদার, মো. হাবিবুর রহমান, হারুন তালুকদার, মাহমুদুল হাসান, মো. গোলাম মোস্তফা, মো. সেলিম উদ্দিন, আবুল কালাম, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, মো. মরিুজ্জামান, ফরিদ উদ্দিন ও বাড়িওয়ালা মো. মহিউদ্দিন খোকন।
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্তি পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসান জানান, শুক্রবার সকালে শহরের বাহের রোডের অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম মো. মহিউদ্দিন খোকনের ভাড়াটিয়া রাজাপুরের মাদরাসা শিক্ষক মো. মনিরুজ্জামানের বাসায় জামায়াত নেতাদের একটি গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ ও ডিবি পুলিশ।
এতে ওই বাড়ি থেকে ১৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে জামায়াতের কিছু সাংগঠনিক বই ও কাগজপত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
Leave a Reply