মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি : ঝালকাঠিতে এক অসহায় নারীর ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে ঝালকাঠির আলোচিত যুবক আনিচুজ্জামন চপলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ একাধিক ধারায় গত ২৯ জুলাই ওই নারী মামলাটি দায়ের করেন। মামলা নং ২২।
জানা গেছে, মামলার আসামি আনিচুজ্জামান চপল ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলকান্ধা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মামলার বাদি জানায়, আসামি আনিচুজ্জামান চপলের সাথে তার পুর্ব থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৮ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে চপলের বাসায় বিষয়টি নিয়ে কথা বলতে যান ওই নারী। তখন কথা বলার একপর্যায় আসামি চপল ওই নারীর ওপর ঝাপিয়ে পড়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এসময় ওই নারীকে মারধর করে নানা রকম হুমকি দেয়। নারীর ডাকচিৎকারের স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
অসহায় নারীর ওপর এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় ত্রাস সৃষ্টিকারী চপলকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, নারীর লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply