শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের নির্দেশনায় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান খুনিদের প্রতিষ্ঠিত করেছেন। বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া খুনিদের বিচার কাজ বাঁধাগ্রস্থ করেছে। ২১শে আগষ্টের খুনিরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোন ষড়যন্ত্র করেই লাভ হবে না, জনগণ যাদের ভোট দেয় তারাই ক্ষমতায় আসবে। গতকাল সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে জেল হত্যা দিবসে মুনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মেদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুস্পমাল্য অপর্ন করেণ সংসদ সদস্য পংকজ নাথ সহ আওয়ামীলীগ নেতৃবন্দ। সভায় সভাপতিত্ব করেণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু খন্দকার, দপ্তর সম্পাদক রাকিব মাহামুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাজী, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাম কৃষ্ণ নাথ, যুগ্ম-আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজী, হাবিবুর রহমান খোকন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আব্দুল্লাহ্ দোলন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মনির জমদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে সংসদ সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলা হেডকোয়াটার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্মৃতি জাদুঘর নির্মানের ভিত্তিপ্রস্থ স্থাপন করে খাজুরতলি থেকে লালমিয়ার হাট সড়কের ভিত্তিপ্রস্থ স্থাপন শেষে উলানিয়া-রাজাপুর সড়কের ভিত্তিপ্রস্থ স্থাপন করেণ।
Leave a Reply