শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ আহরনে বিরত থেকে জাতীয় সম্পদ ইলিশ মাছকে রক্ষা করতে জেলেদের প্রতি আহবান জানিয়েছেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
নিজ নির্বাচনী এলাকা জেলার গৌরনদী উপজেলার ১২’শ সুবিধাভোগি জেলেদের মাঝে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে খাদ্য সহায়তা (ভিজিএফ) এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই কেবল গরীব শ্রমজীবিদের ভাগ্যের উন্নয়ন হয়।
এসময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান।
Leave a Reply