শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঘরোয়া ক্রিকেটারদের অপেক্ষার অবসান হলো। সব জল্পনা-কল্পনা শেষে ৬ মে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। সময় স্বল্পতার কারণে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। তবে, ক্লাবগুলোর অনুরোধে চুক্তির তুলনায় কিছুটা কম পারিশ্রমিক পাবে ক্রিকেটাররা।
এদিকে, খেলোয়াড়দের পারিশ্রমিক ২০ শতাংশের বেশি না কমাতে বিসিবিকে অনুরোধ জানিয়েছে কোয়াব।
৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বার গণমাধ্যমের সামনে সিসিডিএম চেয়ারম্যান। আগের দিন বলেছিলেন, মে-জুনে হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর বিভিন্ন সূত্রে জানা যায়, মে’র প্রথম সপ্তাহেই শুরু হতে পারে আসর। সে গুঞ্জনই হয়েছে সত্যি।
কাজী ইনাম আহমেদ বলেন, মে মাসের ৬ তারিখ লীগ শুরু হবে। এবারের লীগ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। মিরপুর ও বিকেএসপির দুটো স্টেডিয়ামে খেলা হবে।
আগের মৌসুমে ক্রিকেটাররা যে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এবারও থাকবেন সেখানেই। তবে, চুক্তির পুরো অর্থ পাবেন না তারা।
করোনা জর্জরিত মৌসুমে ক্লাবগুলোর আর্থিক চ্যালেঞ্জের বিষয়টি জানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে, পুরো এক বছর বিসিবির কোনো খেলা না থাকায়, এক রকম বসে থাকা ক্রিকেটারদের স্বার্থের দিকটিকে প্রাধান্য দেয়ার অনুরোধ জানিয়েছে কোয়াব। আশ্বাস মিলেছে ক্লাবগুলোর কাছ থেকেও।
কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় বলেন যাদের পেমেন্ট কম তাদের থেকে টাকা না কাটার অনুরোধ। কারো জেনো বেশী ক্ষতি না হয়।
করোনা ভাইরাসের কারণে গত বছর মার্চে এক রাউন্ড মাঠে গড়ানোর পর স্থগিত হয়েছিলো ঘরোয়া ক্রিকেটারদের আয়ের অন্যতম বড় মঞ্চ ডিপিএল। সেই থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন খেলোয়াড়রা। সিসিডিএমের ঘোষণায় নিশ্চয়ই মহাখুশি সবাই।
Leave a Reply