বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের হাটহাজারী নিয়ে আসা হয়। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত হাটহাজারীর আল-জামিয়াতুল দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার বাসভবনে হোম কোয়ারেন্টিনে আছেন।
মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ১১ এপ্রিল থেকে বার্ধক্যজনিত শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হেফাজত আমির ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় আহমদ শফীর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাকে চট্টগ্রামে আনা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। তবে তিনি করোনা নেগেটিভ ছিলেন।
হোম কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ আছেন। তাকে হাটহাজারী মাদ্রাসায় আনা হয়েছে। তিনি সবার দোয়া চেয়েছেন। পাশাপাশি উনাকে দেখার জন্য যাতে কেউ ভিড় না করেন সেই অনুরোধ করেছেন তিনি।হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেন, ‘করোনা পরীক্ষায় হুজুরের করোনা নেগেটিভ এসেছে। আমরা হুজুরের কোয়ারেন্টিন নিশ্চিত করেছি। কেউ চাইলেও তার সঙ্গে দেখা করতে পারবেন না। আর প্রশাসন থেকেও নজরদারি রাখা হয়েছে।
আহমদ শফীর চিকিৎসা দেওয়া আজগর আলী হাসপাতালের ২২ জন চিকিৎসকসহ ৫২ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গতকাল গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
শতবর্ষী প্রবীণ আলেম আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বমি, মাথাব্যাথা, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৪ এপ্রিল দুপুর ১টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাঁকে ঢাকা নিয়ে যাওয়া হয়। তিনি আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় তাঁর অবস্থা উন্নতি হলে রোববার হাটহাজারীতে নিয়ে আসা হয় তাকে।
ওই হাসপাতালের ২২ জন চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি (এফডিএসআর)। এফডিএসআর আরো দাবি করেছে, ওই হাসপাতালের ২২ জন চিকিৎসক ছাড়া ৩০ জন নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও ওয়ার্ডবয়ও করোনায় আক্রান্ত হয়েছে।
Leave a Reply