শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥
শালিস বৈঠক চলাকালীন প্রতিপক্ষের হামলায় মোঃ খলিলুর রহমান (৪০) ও তার স্ত্রী হোসনেআরা বেগমসহ (৩৫) তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর আনুমানিক দেড়টায় বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী ইউনিয়নের সঠিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা গেছে, স্থানীয় ভূমি দস্যু আলতাফ খাঁর সাথে একই বাড়ীর আলাউদ্দীন সিকদারের সাথে জমি নিয়ে বিরোধ ছিলো। আলাউদ্দীন সিকদারের কয়েক শতাংশ জমি দীর্ঘ বছর ধরে জোর করে ভোগ দখল করছে আলতাফ খাঁ ও তার লোকজন।
এর জের ধরে কয়েক মাস পূর্বে আলতাফ খাঁ ও তার ছেলে মিলে আলাউদ্দীন সিকদারকে কুপিয়ে জখম করে। এ নিয়ে থানায় মামলাও হয়েছে। পুলিশ ওই মামলার আলতাফ খাঁর ছেলেকে গ্রেপ্তার করে। ওই হামলার ঘটনা নিয়ে গতকাল স্থানীয়ভাবে শালিস বৈঠকের আয়োজন করা হয়। এ সময় উভয় পক্ষের উপস্থিতিতে জমি মাপঝোপের কাজ চলছিলো। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য এমনকি পুলিশও উপস্থিত ছিলো। বৈঠকে আরো উপস্থিত ছিলেন একই বাড়ীর খলিলুর রহমান। তার (খলিল) দাবী আলতাফ খাঁ ও তার লোকজন তাদের ১৬ শতাংশ জমি জোর করে ভোগ দখল করছে।
এ কথা বলার পর পরই বৈঠকে উপস্থিত প্রতিপক্ষ শাহজাহান খাঁ তার ছেলে শামীম আহমেদ খোকন, আলতাফ খাঁ, তার ছেলে রাব্বি, রাজীব, রেজা, মনির খান মিলে খলিলের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায় খলিলের মাথায় দা দিয়ে কোপ দেয় ভূমি দস্যুরা। তার সাহায্যে এগিয়ে আসলে খলিলের স্ত্রী হোসনেআরাকেও মারধর করে। গুরুতর আহত অবস্থায় বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করে। খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারীরা এলাকায় ভূমি দস্যু হিসেবে পরিচিত। অন্যের জমি জোর করে দখল করাই তাদের কাজ। একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে তারা এমন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে দিনের পর দিন।
Leave a Reply