বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি।। রোজার শেষ মুহুর্তে সকল বয়সী ক্রেতাদের পদচারনায় সরগরম বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন বিপনী বিতান গুলো। তাই ব্যস্ত দোকানীরাও। দোকানে দোকানে সাজানো হয়েছে ব্রান্ডের সব পোশাক, জুতা, অলংকার দিয়ে দেশি-বিদেশি নানা রকম কসমেটিসের সমাহার।
নানা বাহারি পোষাক ও ব্যবহার্য জিনিস কেনাকাটায় মুখরিত বিপনি বিতান গুলোতে গভীর রাত পর্যন্ত চলছে বেচা-কেনা। এ বারে শুরু থেকে এই ঈদের মার্কেটে কেনা বেচা জমে উঠেছে। এবারের ঈদে গৌরনদীতে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে শাড়ি। তবে ভারতের সিরিয়ালের নায়িকাদের পরিহিত থ্রি-পিসও বাজার দখল করে নিয়েছে। কেনা কাটা হচ্ছে আশানুরুপ। আর তরুনরা ঝুঁকছে জিন্স আর গ্যাভাডিং প্যান্ট এবং সুতি পাঞ্জাবীর দিকে।
উপজেলার গৌরনদী বন্দরে কাজী মার্কেট, টরকী বন্দর মসজিদ মার্কেট, আল মদীনা মার্কেটসহ বিভিন্ন মার্কেট গুলো নতুন রুপে সেজেছে। বিক্রেতারা জানান, এবারের ঈদে তরুনিদের পছন্দের শীর্ষে সারারা, পাঞ্জু, গাওন, বাজিরাও মাস্তানি, দিলওয়ালা, বোম্মো বুটিক নামের পোষাক।
নতুন পোষাকের সাথে মিল করে কিনছে জুতা ও কসমেটিকস। ঈদকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি পোষাক সরবরাহ করতে ব্যস্ত সময় পার করছেন গৌরনদী দর্জিপাড়ার কারিগররা।গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম সরোয়ার বলেন, ‘ঈদ উপলক্ষে আইন শৃঙখলা রক্ষার জন্য মার্কেট গুলোতে পোষাক ও সাদা পোষাক পরিহিত আইন শৃঙখলা রক্ষা বাহিনী টহল দিচ্ছে।
Leave a Reply