মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌর নদী প্রতিনিধি: এক সাংবাদিকের মহতি উদ্যোগে এলাকাবাসীর আর্থিক সহায়তায় প্রত্যন্ত গ্রামে নবনির্মিত অত্যাধুনিক হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদে শুক্রবার প্রথম জুম্মার নামাজ আদায় করা হয়েছে। এরপূর্বে বৃহস্পতিবার বাদ যোহর জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধণ করা হয়।
গৌরনদী থানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহ্তামিম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল আজিজ নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধণ করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,
জামে মসজিদের প্রতিষ্ঠাতা গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। নবনির্মিত অত্যাধুনিক জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করে মুসুল্লীরা দেশের শান্তি ও সমৃদ্ধ কামনা করে দোয়া-মোনাজাত করেন।
Leave a Reply