বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
সুমন তালুকদারের,স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তুলাতলা বাজারে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই করে নিয়ে যায় এলাকার বখাটে ও মাদকাসক্ত রুবেল ফকির।
ঘটনাটি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলা পুর গ্রামের তুলাতলা বাজারে আজ বেলা বারোটার সময় ঘটে। আহত টুটুল মজুমদার ও এলাকাবাসী জানায় কামলাপুর গ্রামের রহিম ফকিরের পুত্র রুবেল ফকির দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আজ দুপুরে তুলাতলা বাজার এর দোকানদার কমলাপুর গ্রামের মন্নান মজুমদারের পুত্র টুটুল মজুমদার এর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে টুটুল মজুমদার অস্বীকৃতি জানালে রহিম ফকির টুটুল মজুমদারকে পিটিয়ে আহত করে তার দোকান থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আহত টুটুল মজুমদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত টুটুল মজুমদার তার মাথায় গুরুতর আঘাত পান তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
রুবেল ফকিরের পরিবারের দাবি রুবেল ফকির পাগল কিন্তু এলাকাবাসী জানিয়েছেন রুবেল ফকির প্রকৃত মাদকাসক্ত।
নেশার টাকা যোগাড় করার জন্য এলাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আহত টুটুল মজুমদারের পরিবার জানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply