শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
গলাচিপা প্রতিনিধি॥ কাল বৈখাখী ঝড়ে গলাচিপায় বুধবার রাতে গোলখালী ইউনিয়নের হরিদেবপুর, গাবুয়ার ৫/৭ টি ঘর বিধ্বস্ত হয়েছে। এবং পৌর এলাকার আড়ত পট্টির হোটেল সৌরভের চিলে কোঠার চাল উপড়ে প্রায় ৩০০ ফুট দূরে বিদ্যুতের খাম্বার সাথে ঝুলে আছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বিদুতের খাম্বা এবং তারে ওপর গাছ ভেঙ্গে পড়ে এতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেলে ৩টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্র্র্র্মকর্তা এসএম দেলোয়ার হোসেনে জানান, গলাচিপার বিভিন্ন ইউনিয়নে কাল বৈশাখীর আঘাতের ক্ষয় ক্ষতির তালিকা চেয়ারম্যানদের কাছে চাওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যানরা এখন পর্যন্ত সে তালিকা জমা দেননি। প্রাথমিকভাবে জানাগেছে, গোলখালী ইউনিয়নের গাবুয়া ও হরিদেবপুর কিছু ঘর-বাড়ি, দোকান ও গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে। গরাচিপা পৌর এলাকারও গাছ পালা ও ঘর বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া সালেহিয়া দাখিল মাদ্রাসাটি ঘূর্ণিঝড় আম্ফানে আংশিক ক্ষতি হয়েছিল কিন্তু বুধবার বয়ে যাওয়া ঝরে পুরোটাই বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকার কাঁচা ঘর বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।
Leave a Reply