শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আজ বুধবার আওয়ামী পরিবারের শোক মিছিলে হামলা চালিয়ে কর্মী-সমর্থকদের পেটান প্রতিপক্ষের লোকজন।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আওয়ামী পরিবারের ব্যানারে বের করা শোক মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে এ ঘটনায় কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সূত্র জানায়, দুপুর ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগের সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে একটি শোক মিছিল বের হয়ে গলাচিপা পৌর এলাকা প্রদক্ষিণ করে পৌর মঞ্চের কাছে যায়।
এ সময় জৈনপুরী খানকাহ এলাকা থেকে উপজেলা আওয়ামী পরিবারের ব্যানারে আরেকটি শোক মিছিল বের হয়। সেটি পৌর মঞ্চের কাছে পৌঁছালে সাংসদ সমর্থক গলচিপা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অল্প কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাধা দিয়েও হাতাহাতি বন্ধ করতে পারেননি। পরে সাংসদ সমর্থকরা সংঘটিত হয়ে আওয়ামী পরিবারের মিছিলের লোকজনকে খুঁজে খুঁজে বের করে পিটুনি দেন। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
হামলায় আহত মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. ঈসা, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন শাহ, যুবলীগের সদস্য নজরুল ইসলাম গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে সূত্র জানায়।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাশি নাথ দত্ত ও গলাচিপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, হামলার ঘটনায় এমপির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে এবং সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে।
হামলার ব্যাপারে গলাচিপা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম জানান, নিজেদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
Leave a Reply