বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা:
বছরের প্রথম দিনেই গলাচিপায় পারিবারিক শত্রুতার জের ধরে সংঘর্ষে দু’পক্ষের ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে মঙ্গলবার। গুরুতর আহত ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় দু’পক্ষই গলাচিপা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র জানায়, নলুয়াবাগী গ্রামের সালাম চৌকিদার ও তার বড় ভাই নিজাম চৌকিদারের সাথে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবত শত্রুতা ছিল।
মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’জন মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাদলে সালাম চৌকিদার (৪০), স্ত্রী রিনা বেগম (৩৫), ছেলে ফরহাদ চৌকিদার (১৭), নিজাম চৌকিদার (৪৫) ও শাকিল (২০) আহত হয়।
Leave a Reply