মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী গতকাল রাত সাড়ে ১০টায় অগ্নিকাণ্ড লাগার পর থেকেই সার্বক্ষণিক খোঁজখবর রাখেন। এমনকি তদারকির জন্য রাতে ঘুমাননি প্রধানমন্ত্রী।
অভিযান সমাপ্তি ঘোসণার পর সংবাদ সম্মেলনে মেয়র খোকন বলেন, প্রধানমন্ত্রী দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিক অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখেন। তিনি সুষ্ঠুভাবে উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। সারারাত তার তত্ত্বাবধানে আমরা উদ্ধার কাজ পরিচালনা করেছি।
তিনি বলেন, খবর শোনামাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে খোঁজখবর নেয়া শুরু করেন। এ সময় তাকে খুব চিন্তিত ও বিমর্ষ দেখা যায়। সারারাত ঘুমাতে পারেননি। নিজেই উদ্ধার অভিযান পরোক্ষভাবে তদারকি করেন।
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ অন্তত ৮৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছে ১৫ জন।
এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক লোক। তাদের মধ্যে ২২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং বাকিদের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটে ভর্তি হওয়াদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ৮ জন বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এবং গুরুতর অগ্নিদগ্ধ একজন আইসিইউতে আছেন।
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হতাহতদের সহায়তা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply