শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
কুয়াকাটা প্রতিনিধি॥ খালে পারিবারিক এবং দোকানিদের বর্জ্যে অপসারনে ব্যাপক আলোচনায় এসেছেন বেশ কয়েক জন তরুন। পর্যটন কেন্দ্র কুয়াকাটার প্রতি অকৃত্রিম ভালবাসার নিদর্শন হিসেবে একমাত্র খালটির বর্জ্য পরিস্কার করার উদ্যোগ নিলেন তারা।
শনিবার থেকে মহতি এ উদ্যোগে নেয়ার ফলে কুড়িয়েছেন সাধারন মানুষের ভালোবাসা। যেখানে প্রতিনিয়ত পরিবেশ প্রতিবেশ ধংসে মত্ত সুবিধাভোগীচক্র। সেখানে নিজেরা সপ্রণোদিত হয়ে খালটিতে পানির প্রবাহ সচল রাখতে নিল প্রশংসনীয় উদ্যোগ। কুয়াকাটা পৌরসভার নবীনপুর গ্রামের এ তরুন সমাজ ‘ নবীনপুর ভিলেজ ইউনিটি’ নাম দিয়ে আমাদের প্রতিকৃত রক্ষায় নেমে পড়ল।
ওদের এমন যাত্রায় সাধুবাদ জানালো বিভিন্ন স্তরের সচেতন মানুষ। বাচ্চু শেখ জানায়, তাঁদের মূল উদ্দেশ্য হলো গ্রাম ভিত্তিক পর্যটন শিল্পকে বিকশিত করা। এছাড়াও জীববৈচিত্র রক্ষা করা। বন্যপ্রাণী সংরক্ষণ করাসহ অসহায় মানুষের পাশে দাড়ানো।
এ তরুনদের ভাষায়, ‘অনুপ্রেরণা দিয়েছেন সংগঠক রুম্মান ইমতিয়াজ তুষার স্যার, শাহজালাল কাকা, বসির ভাই, সোহাগ, ইমন কাকা, ইব্রাহিম কাকাসহ গ্রামের অগ্রজরা।’ তাঁদের স্বপ্ন কুয়াকাটায় আসা পর্যটকরা যেন একমাত্র এ বদ্ধ খালে বিভিন্ন ধরনের প্যাডেল বোটে ঘুরতে পারেন।
পারেন যেন প্রকৃতিকে উপভোগ করতে। প্রশংসনীয় এমন উদ্যোগকে স্বাগত জানালেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল।
তিনি সরকারের প্রশাসনকে খালটির সীমানা চিহ্নিত করে দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি ওয়াকিং জোন করার দাবি জানালেন। উদ্যোক্তারা জানালেন, এ খালে যেন কোন ধরনের সুক্ষ্ম ফাঁসের জাল পেতে পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে না পারে কিংবা ছোট মাছ পর্যন্ত শিকার করতে না পারে এমন প্রশাসনিক উদ্যোগ নেয়া প্রয়োজন।
Leave a Reply