রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
অামিন হোসেন:ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় চোরাই অটোরিকশা (ব্যাটারী চালিত) বিক্রির একটি গ্যারেজের সন্ধান পেয়েছে পুলিশ।ওই গ্যারেজে ৮টি চোরাই অটোরিকশা ও যন্ত্রাংশ পাওয়া গেলেও পেশাদার চোর চক্রের মুলহোতা আলামিন ফকির (৩৬) পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি টিম সোমবার রাতে দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই চোরাই অটোরিকশা গ্যারেজের সন্ধান পায়।। বাসার সামনে সিসি ক্যামেরা থাকায় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ওই বাড়ির ভাড়াটিয়া উপজেলার শেখেরকাঠি গ্রামের কাদের ফকিরের ছেলে আলামিন ফকির পালিয়ে যায়।এসময় তার বাসার গেটের ভেতর থেকে ৮টি চোরাই অটোরিকশা জব্দ ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে চুরি হয়ে যাওয়া অটোরিকশা মালিকরা ঘটনাস্থলে এসে সেগুলো সনাক্তের চেষ্টা করেন।স্থানীয়রা জানান, এই গ্যারেজে চোরাই অটোরিকশা এনে সেগুলোর রং, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর পরিবর্তন করা হয়। এরপর ভূয়া কাগজ তৈরি করে সেগুলো বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে আলামিন ফকির এই কাজ চালিয়ে যাচ্ছিল।তারা আরো জানান, কিছুদিন আগে স্থানীয় বিদ্যুৎ অফিসের কর্মীরা আলামিন ফকিরের বিদ্যুৎ চুরির ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেন। সে যাত্রায় জরিমানা দিয়ে মুক্তি পায় তিনি। তারপরও আলামিন ফকির ওই লাইনের বিদ্যুৎ চুরি করে বাণিজ্যিক কাজে ব্যবহার করতেন।নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, অটোরিকশার মালিক খবর পেয়ে ওই গ্যারেজে এসে গাড়িটি সনাক্ত করার চেষ্টা করছেন। যাচাই-বাছাই করে সঠিক কাগজপত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিকের কাছে সেগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় কেউ থানায় মামলা করতে চাইলে পুলিশ সে মামলা নিবে বলে জানান ওসি।
Leave a Reply