রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
ভয়সে অব বরশিাল ॥
কুয়াকাটায় লেম্বুর চরে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় দোকানীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাযায়, পর্যটন কেন্দ্র কুয়াকাটার দর্শনীয় স্পট লেম্বুর চরে গত ৭ অক্টোবর সন্ধ্যার দিকে, লেম্বুর চরের কাকড়া ফেড়াই দোকানদার হাবিব (২৫), আলী হোসেন (২৩), বাদল (২২), সাইফুল (১৮) কে চাঁদা না দেয়ায় বেধরক মারধর করে।
সন্ত্রাসীশাহজাহান,সুলতান ব্যাপারী, আলমগীর খা এ দোকানদারদের মারধর করে। এ সময় ভবিষ্যতে দোকান্দারী করতে হলে চাঁদা টাকা না দিলে বিভিন্ন ধরণের মামলায় ফাঁসানোসহ জীবন নাশের হুমকী দেয়। এতে ওই দোকানীরা জীবন হাড়ানোর শংঙ্কায় চরম হতাশায় জীবন যাপন করছে। উল্লেখ্য দোকানীরা দরিদ্র পরিবারের বিধায় লেম্বুর চরে কাকড়া ফেড়াই দোকান চালিয়ে সংসার চালাচ্ছে। বর্তমানে স্থানীয় পশ্চিম খাজুরা গ্রামের ওই বাহিনীর তান্ডবে ঠিকমতো দোকান্দারী করতে না পারায় মানবেতর জীবন যাপনের উপক্রম হয়েছে।
শ্রম দিয়ে দুমুঠো হালাল রোজগার করে স্বপরিবারে খেয়ে পড়ে বেচেঁ থাকার তাগিদে দেশের প্রচলিত আইনের সংশ্লীষ্ট কর্তৃপক্ষসহ আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠনের সহায়তা কামনা করছে ভুক্তভোগী পরিবার।
Leave a Reply