রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
আরিফ বিল্লাহ নাছিম, কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি ॥
কুয়াকাটায় বিপুল উৎসাহ আর উদ্দিপনা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সূর্য সন্তানদের স্মরন করা হয়েছে। সকাল ৯টায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আঃ বারেক মোল্লার নের্তৃত্বে বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে রাখাইন মহিলা মার্কেট মার্কেটে গিয়ে শেষ হয়। কুয়াকাটা ৬০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়,কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা,শরীফ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাঞ্জুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,হোসেন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পৃথক পৃথক র্যালী নিয়ে পৌর আওয়ামীলীগের বিজয় র্যালীতে গিয়ে অংশ গ্রহন করেন। বিজয় র্যালী শেষে রাখাইন মহিলা মার্কেট মাঠে পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর মেয়রসহ আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমীকলীগ,সেচ্ছাসেবকলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কুয়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোন এর সদস্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আঃ বারেক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভূইয়া,সহ সভাপতি আঃ খালেক খান,পৌর প্যানেল মেয়র মোঃ পান্না মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক এম এ বারী আজাদ, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্বাছ কাজী,পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখ, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহিদ দেওয়ান,পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সি মু জসিম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অনন্ত মুখার্জী।
এর আগে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ,মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়, মিস্ত্রি পাড়া মাধ্যমিক বিদ্যালয়, আজিমপুর মাধ্যমিক বিদ্যালয়, মুসুল্লীয়াবাদ সিনিয়র মাদ্রাসা,থানা আওয়ামীলীগ,যুবলীগ,লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ,ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালী ও আলোচনা সভা করেন। আলোচনা সভায় বক্তারা বিজয়ের মাসের ৩০ তারিখ নৌকায় ভোট দিয়ে আরেকটি বিজয় ছিনিয়ে আনার আহবান জানান।
অপরঅপরদিকে নীলগঞ্জ ইউনিয়নে রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন ( রিও) একটি সমাজ কল্যাণ সংস্থা এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং,অংকন , ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
Leave a Reply