সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
কলাপাড়া সংবাদদাতা॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমিতে ১২ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সৈকতের ফরেস্ট ক্যাম্প এলাকায় ডলফিনটি দেখেতে পান। পরে স্থানীয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করলে তিনি ডলফিনটিকে মাটি চাপা দেয়ার নির্দেশ দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের ডলফিনটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে বলে তাদের ধারনা। এর আগে ভেসে আসা মৃত ডলফিনের মধ্যে এটিই সবচেয়ে বড়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ভেসে আসা ডলফিনটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। পরে আর কোনো মৃত ডলফিন ভেসে এলে সেটির খাদ্যনালী সংগ্রহ করে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। গত ২১ আগস্ট সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় একটি সাত ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ভেসে এসেছিল।
Leave a Reply