রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি: সাগরকন্যা কুয়াকাটায় “পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” এ স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। কুয়াকাটা আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতি ও পর্যটন কর্পোরেশনের যৌথ আয়োজনে আজ সকাল ৯টায় কুয়াকাটা পর্যটন কর্পোরেশন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। এ সময় সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। এরপর পর্যটন ইয়ুথ ইন হল রূমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন পৃথক ভাবে একটি র্যালী বের করেন।
পর্যটন ইয়ুথ ইন’র ব্যবস্থাপক শুভাষ চন্দ্র নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিওনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম. আবু সুফিয়ান, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম এ মোতালেব শরীফসহ আবাসিক হোটেল মালিক সমিতির সদস্য ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পর্যটন কর্পোরেশনের উদ্যোগে দুপুরে ফুড ফ্যাস্টিভেল’র আয়োজন করা হয়।
Leave a Reply